চাঁদপুর

২৪ ঘন্টায় চাঁদপুরে করোনা শনাক্ত ৪: সুস্থ ৮

চাঁদপুরে বুধবার আরো ৪জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩জন ও হাইমচরের ১জন রয়েছেন।

একই দিনে করোনা থেকে সুস্থ ঘোষণা করা হয়েছেন ৮জনকে। এর মধ্যে চাঁদপুর সদরের ৫জন, ফরিদগঞ্জের ২জন ও মতলব দক্ষিণের ১জন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪৯৯জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৯জন। সুস্থ হয়েছেন ২৩৪৯জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭১জন। সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ৪২টি রিপোর্ট আসে। এর মধ্যে করোনা পজেটিভ ৪টি। বাকী ৩৮টি রিপোর্ট করোনা নেগেটিভ। বর্তমানে আইসোলেশন ভর্তিকৃত রোগীর সংখ্যা ১১জন।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৪৯৯জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১০৪২জন, ফরিদগঞ্জে ২৮৪জন, মতলব দক্ষিণে ২৭১জন, শাহরাস্তিতে ২৩৮জন, হাজীগঞ্জে ২১০জন, মতলব উত্তরে ২০০জন, হাইমচরে ১৬৮জন ও কচুয়ায় ৮৬জন।

করোনায় জেলায় মোট ৭৯জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২২জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১২জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন

বার্তা কক্ষ ১৯ নভেম্বর ২০২০

Share