চাঁদপুরে শনিবার করোনা টেস্টের নতুন কোনো রিপোর্ট নেই। শুক্রবার সংগৃহীত নমুনার সংখ্যা অনেক কম হওয়ায় সেগুলো টেস্ট করা হয়নি। ফলে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। তবে এদিন করোনা থেকে সুস্থ ঘোষণা করা হয়েছে ৫জনকে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৩জন, শাহরাস্তির ১জন ও ফরিদগঞ্জের ১জন রয়েছেন।
ফলে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২৪৭৪জন অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৮জন। সুস্থ হয়েছেন ২৩২২জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭৪জন।
চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৪৭৪জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১০২৫জন, ফরিদগঞ্জে ২৮২জন, মতলব দক্ষিণে ২৭০জন, শাহরাস্তিতে ২৩৫জন, হাজীগঞ্জে ২০৯জন, মতলব উত্তরে ২০০জন, হাইমচরে ১৬৭জন ও কচুয়ায় ৮৬জন।
করোনায় জেলায় মোট ৭৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৩জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।
বার্তা কক্ষ,১৫ নভেম্বর ২০২০