কুমিল্লা সিটি করপোরেশন ও ১৭টি উপজেলায় গত ২৪ ঘণ্টায় ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এখানে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড এটি। এ নিয়ে এ জেলায় ১ হাজার ৪১৩ জনের করোনা শনাক্ত হলো।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৩৬, চৌদ্দগ্রামে ২২, লাকসামে ১৫, দেবীদ্বারে ১৪, বুড়িচংয়ে ১১, দাউদকান্দিতে ১০, সদর দক্ষিণে ৬, মুরাদনগরে ৪, ব্রাহ্মণপাড়ায়, মেঘনা ও বরুড়ায় ৩ জন করে, আদর্শ সদর ও লালমাইয়ে ২ জন করে এবং হোমনায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন দেবীদ্বারে ১৬ জন। মারা গেছেন একজন। তিনিও দেবীদ্বারের।
এ নিয়ে ৯ এপ্রিল থেকে শনিবার পর্যন্ত এ জেলায় ৪০ জন মারা গেলেন। সুস্থ হয়েছেন ২০২ জন।
ডেপুটি সিভিল সার্জন মো. সাহাদাত হোসেন বলেন, কুমিল্লায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। বেশি আক্রান্ত বাড়ছে সিটি করপোরেশন ও চৌদ্দগ্রামে। স্বাস্থ্যবিধি না মানলে এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
করেসপন্ডেট,৭ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur