২৩ এপ্রিল হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে ইউপি নির্বাচন

হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে ২৫ ইউনিয়নের ভোটার সংখ্যা ৪ লাখ ৩১ হাজার : কেন্দ্র ২শ’ ৩৩

আগামী ২৩ এপ্রিল হাজীগঞ্জ ও ফরিদগঞ্জের ২৫ টি ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ভোটার সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ৭১ জন। কেন্দ্র সংখ্যা ২ শ’ ৩৩ এবং বুথ সংখ্যা ১ হাজার ৩ শ ৭৭ টি। এর মধ্যে ফরিদগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের ভোট সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৯ শ ৪ জন, কেন্দ্র সংখ্যা ১শ ৩১ এবং বুথ সংখ্যা ৮ শ ৩২টি। ভোটারদের মধ্যে ১ লাখ ২৯ হাজার ২ শ ১৭ জন পুরুষ এবং ১ লাখ ২৪ হাজার ৭শ ১৭ জন মহিলা।

নির্বাচন কমিশন চাঁদপুরের দেয়া তথ্যমতে, এ দুই উপজেলার ২শ ৩৩ জন প্রিজাইজিং অফিসার, ১ হাজার ৩শ ৭৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২ হাজার ৭শ ৫৪ জন পোলিং অফিসার নিয়োগের কাজ দ্রুত চলছে।

প্রাপ্ত তথ্য মতে, ফরিদগঞ্জের বালুথুবা পশ্চিম ইউনিয়নে ১৮ হাজার ২৩৩জন, বালিথুবা পূর্ব ১৯ হাজার ৮৯১ জন, চরদুঃখিয়া পূর্বে ১৯ হাজার ১২১ জন, চরদুঃখিয়া পশ্চিমে ১৬ হাজার ৬৪৩ জন, গোবিন্দপুর উত্তরে ১৮ হাজার ৪১ জন, গোবিন্দপুর দক্ষিনে ১৯ হাজার ৩৮৯ জন, গুপ্টি পূর্বে ১৬ হাজার ১২৬ জন, গুপ্টি পশ্চিমে ১৫ হাজার ৪২১ জন, পাইকপাড়া উত্তরে ১৮ হাজার ৩৭২ জন, পাইকপাড়া দক্ষিনে ১৭৯৭৫ জন, রুপসা (উঃ) ২২ হাজার ১৪০ জন, রুপসা দক্ষিণ ১৬ হাজার ৪৩১ জন, সুবিদপুর পূর্বে ১৯ হাজার ৩৯৬ জন, সুবিদপুর পশ্চিমে ১৭ হাজার ৭২৫ জন ভোটার আগামী ২৩ এপ্রিল নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবে।
হাজীগঞ্জের উপজেলার ১১টি ইউনিয়নের ভোট সংখ্যা ১ লাখ ৭৬ হাজার ১ শ ৬৭ জন, কেন্দ্র সংখ্যা ১শ ২ এবং বুথ সংখ্যা ৫ শ ৪৫টি। ভোটার দের মধ্যে ৮৯ হাজার ৩ শ ৪৩ জন পুরুষ এবং ৮৬ হাজার ৮শ ২৪ জন মহিলা।

হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়নে ভোটার সংখ্যা ১৭ হাজার ১৩৫জন, বাকিলা ১৭ হাজার ৪০৪ জন, কালচোঁ উত্তরে ১১ হাজার ৯০০ জন, কালচোঁ (দঃ) ১৮ হাজার ৬২১ জন, হাজীগঞ্জে ২৫ হাজার ৫৮৯ জন, বড়কুল পূর্বে ১৮ হাজার ১৯৩ জন, বড়কুল পশ্চিমে ১২ হাজার ৮০৮ জন, হাটিলা (পূর্ব) ১৪৭৬৯ জন, গন্ধর্ব্যপুর উত্তরে ১৫ হাজার ৪৮ জন, গন্ধর্ব্যপুর (দঃ) ১৩ হাজার ৮০৯ জন এবং হাটিলা পশ্চিমে ১০ হাজার ৮৯১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মতে প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাটিং অফিসার, প্রতি বুথে একজন সহকারী প্রিজাইডিং অফিসার ও দুইজন পোলিং অফিসার ভোট গ্রহনের নিয়োজিত থাকবে। এ ছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রতি কেন্দ্রে ৬ জন পুলিশ ও ১৫ জন আনসার বিডিবি সদস্য, সদস্যা নিয়োগ থাকবে।

এ ছাড়াও ভোটের দিন বিজিপি, র‌্যাব ও স্পেশাল ব্রাঞ্চের আইন শৃঙ্খলা বাহিনী ভ্রাম্যমান টহল প্রদান করবেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের নতুন ভোটার তালিকায় যারা অন্তর্ভুক্ত হয়েছেন কিন্তু আইডি কার্ড পাননি তারাও নির্বাচন কমিশনের অন্তভূক্ত ভোটার তালিকায় যদি তালিকাভূক্ত হয়ে থাকেন তাহলে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানা যায়।

২৩ এপ্রিল হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে ইউপি নির্বাচন

About The Author

আবদুল গনি

 

||আপডেট: ০৬:১৩  অপরাহ্ন, ০১ এপ্রিল ২০১৬, শুক্রবার

চাঁদপুর টাইমস /এমআরআর

Share