২৩ এপ্রিল সোমবারের এইচএসসির ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করেছে সরকার। ওই পরীক্ষা আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে।
আজ রবিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক জানান, ময়মনসিংহের একটি কেন্দ্রে রবিবার ভুলবশত সোমবারের ভূগোল দ্বিতীয় পত্রের প্রশ্নের একটি প্যাকেট খুলে ফেলে, এজন্য সারা দেশের ওই পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। আগামী ১৪ মে ওই পরীক্ষা নেওয়া হবে।
এইচএসসিতে রবিবার ভূগোল (তত্ত্বীয়) প্রথম পত্রের পরীক্ষা হয়েছে। সোমবার ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur