Home / চাঁদপুর / ২২ সেপ্টেম্বর চাঁদপুরে চতুরঙ্গের সপ্তাহব্যাপি ইলিশ উৎসব
২২ সেপ্টেম্বর চাঁদপুরে চতুরঙ্গের সপ্তাহব্যাপি ইলিশ উৎসব

২২ সেপ্টেম্বর চাঁদপুরে চতুরঙ্গের সপ্তাহব্যাপি ইলিশ উৎসব

রুপালী ইলিশের রাজধানী নামে খ্যাত চাঁদপুরে আগামি ২২ সেপ্টেম্বর সপ্তাহব্যাপি শুরু হতে যাচ্ছে প্রাণ ফুটিক্স ইলিশ উৎসব ২০১৬।

জেগে উঠো মাটির টানে” এ শ্লোাগানকে ধারণ করে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন ৮ম বারের মতো এ উৎসবের আয়োজন করছে।

২২ সেপ্টম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ সপ্তাহব্যাপি উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। আগামি ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে কার্যক্রম শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।

ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশীদ চাঁদপুর টাইমসকে জানান, ‘মেঘনা-ডাকাতিয়ার বিধৌত চাঁদপুরের খ্যাতি রূপালী ইলিশের জন্যে। দেশ-বিদেশে চাঁদপুরের ইলিশের সুনাম রয়েছে। আমাদের এই উৎসব শুধুমাত্র উৎসবই নয়, এটি ইলিশ সম্পদ রক্ষার একটি সমাজিক আন্দোলন।’

বিগত ৭টি বছরের মতো এ বছরও প্রাণ ফুটিক্স ইলিশ উৎসবে রয়েছে নানা আয়োজন। বিগত ইলিশ উৎসবের মতো এ বছরও বিভিন্ন শ্রেণি-পেশার ১১ জন গুণী ব্যক্তিকে প্রাণ ফুটিক্স ইলিশ উৎসবের সংবর্ধনা দেয়া হবে।

এরা হলেন ঃ বিশিষ্ট চিকিৎসক ও রাজনীতিবিদ ডা. জে আর ওয়াদুদ টিপু, শিক্ষায় চাঁদপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক মুহাম্মদ খলিলুর রহমান, বিএলএফ কমান্ডার মুক্তিযোদ্ধা মো. হানিফ পাটোয়ারী, ব্যবসায়ী মো. নুরুল ইসলাম নুরু, নজরুল ইনস্টিটিউটের উপ-পরিচালক ও কবি রেজা উদ্দিন স্টালিন, বাংলাদেশ আবৃত্তি পরিষদ কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক কাজী মাহতাব সুমন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সদস্য সচিব ইয়াহিয়া কিরণ, চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্যাহ, মৎস্যজীবী হাজী নুরুল ইসলাম।

সপ্তাহব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে দেশাত্মবোধক, লোক সঙ্গীত, হারানো দিনের গান, সাধারণ নৃত্য, লোকনৃত্য, জাতীয় সঙ্গীত প্রতিযোগিতা, মেঘনা পাড়ের সুন্দরী প্রতিযোগিতা।

এতে সাংস্কৃতক অনুষ্ঠান পরিবেশন করবে উদয়ন সঙ্গীত বিদ্যালয়, নৃত্যাঙ্গন, সঙ্গীত নিকেতন, ঢাকা গাজীপুরের বকুল নৃত্যালয়, নতুন কুড়ি, সপ্তসুর সঙ্গীত একাডেমী, চৌমুহনী অলীপুর যুব সংঘ ও নৃত্য একাডেমি, সুরধ্বনি সঙ্গীত একাডেমি, রঙ্গের ঢোল, সপ্তরূপা নৃত্য শিক্ষালয়, অগ্নিবীনা, স্বপ্নকুড়ি, কচুয়া ঝিলমিল সাংস্কৃতিক সংঘ, নৃত্যধারা, তারুণ্য সাংস্কৃতিক সংগঠন, মতলব নৃত্যাঞ্জলী, প্রাণ ফুটিক্স সঙ্গীতানুষ্ঠান ও রংধনু সাংস্কৃতিক সংগঠন।

এছাড়া আরো থাকবে ইলিশ বিষয়ক প্রীতি বিতর্ক, ইলিশ বিষয়ক সেমিনার, ইলিশ বিষয়ক গোল টেবিল আড্ডা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ইলিশ ঘুড্ডি প্রদর্শন, আলোকচিত্র প্রদর্শন, বাড়িতে তৈরি ইলিশ রেসিপি প্রদর্শন প্রতিযোগিতা।

প্রতিদিন এ প্রাণ ফুটিক্স ইলিশ উৎসবের অনুষ্ঠান চাঁদপুর ক্যাবল নেটওয়ার্ক ও ডালাস ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজ লি. সরাসরি সম্প্রচার করবে।

: আপডেট, বাংলাদেশ সময় ১০:০০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৬, রোববার
ডিএইচ

২২ সেপ্টেম্বর চাঁদপুরে চতুরঙ্গের সপ্তাহব্যাপি ইলিশ উৎসব

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম

Leave a Reply