আগামী ২২ নভেম্বর রোববার থেকে চাঁদপুর জেলার হাইমচরে শুরু হতে যাচ্ছে কুটির শিল্প ও শিশু মেলা ।
মেলা উপলক্ষে হাইমচর উপজেলার পুরাতন কলেজের পাশে মেঘনার অববাহিকায় সাজ সাজ অবস্থা।
ইতোপূর্বে মেলা হচ্ছে এ মর্মে বিভিন্ন গুঞ্জন শোনা গেলেও অবশেষে জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে এ মেলা শুরু হতে যাচ্ছে।
পুলিশ সুপার চাঁদপুরের (স্মারক নং ৮২২৪/২৩-১৪ তারিখ ১৭/১১/২০১৫)-এর এক প্রত্যায়নে এবং সিনিয়র সহকারী কমিশনার কামাল মোহাম্মদ রাশেদ-এর এক আদেশে (স্মারক নং ০৫,৪৪,১৩০০,০০৮,১৮,০৪,১৫-১২৭০ তারিখ ১৯/১১/১৫) এ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মেলায় কুটির শিল্পের সামগ্রী বিক্রিসহ শিশুদের বিনোদনের জন্যে ইলেকট্রিক ট্রেন, নাগরদোলা, চরকি, ডরিমন, জাদু প্রদর্শনী ও গেইম অব ডেঞ্জার কার ও মোটর সাইকেলসহ বিভিন্ন বিনোদনের ব্যাবস্থা থাকবে।
আগামী ২৫ নভেম্বর মেলার উদ্ভোধন হবে বলে জানা গেছে।
বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট
||আপডেট: ০৬:০১ পিএম, ২০ নভেম্বর ২০১৫, শুক্রবার
এমআরআর