২১ বছর পর্যন্ত সরকারি চাকরিজীবীর সন্তানদের ভাতা
সরকারি চাকরিজীবীদের সন্তানদের শিক্ষাব্যয় মিটানোর জন্যে ২১ বছর বয়স পর্যন্ত শিক্ষা সহায়ক ভাতা পাবে । নতুন জাতীয় বেতন স্কেলে এ ‘শিক্ষা সহায়ক ভাতা’দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রাষ্ট্রপতির আদেশে সম্প্রতি অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। চলতি ১ জুলাই থেকে এ ভাতা কার্যকর হচ্ছে।
অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের যুগ্ম-সচিব কাজী মাহবুব হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মচারীদের সন্তানদের মাসিক ৫ শ’ টাকা হারে এবং অনধিক দু’ সন্তানের জন্য সর্বোচ্চ ১ হাজার টাকা ‘শিক্ষা সহায়ক ভাতা’ দেয়া হবে।
স্বামী ও স্ত্রী উভয়েই সরকারি চাকরিজীবী হলে সন্তান সংখ্যা যে কোনো একজনের ক্ষেত্রেই গণনা করে ভাতার পরিমাণ নির্ধারণ করা হবে।
শিক্ষা সহায়ক ভাতার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়ন পত্র এবং জন্ম নিবন্ধন সনদের কপি জমা দিতে হবে।
জন্মসনদ অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সন্তানরা ২১ বছর বয়স পর্যন্ত এ ভাতা পাবেন।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১:০০ পিএম, ১২ জুলাই ২০১৬, মঙ্গলবার
ডিএইচ