সারাদেশ

২১ ফেব্রুয়ারি নিয়ে এই লেখা দেখার পর বাংলাদেশী হিসাবে কী বলা উচিত!

দেশের বিভিন্ন রাজনৈতিক দলে এমন কিছু লোকজন যোগ দিচ্ছে যারা শুধু দলীয় নয়- স্বাধীনতা,মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনের মতো গর্বিত ইতিহাসকে গুলিয়ে ফেলছেন।

এমনই একটি ব্যানার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ‘আওয়ামী লীগ’ নেতার নাম সম্বলিত ওই ব্যানারে আওয়ামী লীগসহ অঙ্গসগঠনের নাম ব্যবহার করা হয়েছে।

ভাষা শহীদদের স্মরণ করে ওই ব্যানারে লেখা হয়েছে, ‘হে অমর একুশে ফেব্রুয়ারি হাজারো মা বোনের ইজ্জ্বতের বিনিময়ে শহীদ দিবস আমি ই তোমায় ভুলিতে পারি। ব্যানারের ডানপাশে নিচের দিকে একটি ছবিসহ সৌজন্যে- ফিরোজ পাটোয়ারি লেখা রয়েছে। ব্যানারের নিচে ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে।’

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছে। ইতিহাস নিয়ে এরকম ‘উল্টাপাল্টা’ ব্যানার ব্যবহারকারী ও প্রচারকারীদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন সোশ্যাল এক্টিভিস্টরা।
(জুম বাংলা)

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১২:৪৫ পি.এম ২১ ফেব্রুয়ারি২০১৮,বুধবার।
এএস.

Share