চলতি বছরের ২০ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে পৌরসভা নির্বাচন করতে পারলে কমিশনের পক্ষে ভালো হবে বলে মতামত দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বুধবার বিকেলে আলাপকালে একথা বলেন তিনি।
জাবেদ আলী বলেন, সব কাজ সম্পূর্ণ শেষ হলে আগামী সপ্তাহে তফসিলও ঘোষণা করা যেতে পারে।
তিনি বলেন, ২০ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন করা যায় তাহলে আমার মনে হয় যে কমিশনের পক্ষেই ভালো হয়। কেননা, জানুয়ারির ২ তারিখ থেকে ভোটার তালিকা রিভার্জিংয়ের কাজ চলবে। ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা। তাই ডিসেম্বরেই নির্বাচন করতে হবে। এতে কোনো কেন্দ্র স্থাগিত হলেও ডিসেম্বরেই পুনরায় নির্বাচন করা যাবে।
জাবেদ আলী বলেন, পৌরসভা নির্বাচনের বিধিমালা সংশোধন করছি। আজই তা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। বিধিমালা ভেটিং হয়ে আসলেই নির্বাচনের দিন-তারিখ ঠিক করতে পারবো। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মনে হয় একদিনেই নির্বাচন হবে।
বিধিমালা সংশোধনের বিষয়ে জাবেদ আলী বলেন, দলীয়ভাবে নির্বাচন হওয়ায় এখন দলীয় প্রধানের ছবিও দিতে পারবেন। স্বতন্ত্রদের জন্য জাতীয় নির্বাচনের মতো ১ শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা দেওয়ার বিধান থাকছে না। সহনীয় সংখ্যা থাকবে।
চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৭:৪৬ পিএম, ০৪ নভেম্বর ২০১৫, বুধবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur