করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ফ্লাইট শুরু হচ্ছে। আগামী ২০ অক্টোবর থেকে ঢাকায় ফ্লাইট চালানোর ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স।
১০ অক্টোবর, শনিবার সিঙ্গাপুর এয়ারলাইন্স তাদের ওয়েবসাইটের এ তথ্য জানিয়েছে।
সিঙ্গাপুর এয়ারলাইন্স জানায়, প্রথম ধাপে সপ্তাহে দুইটি করে ফ্লাইট চালাবে তারা। ২০ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে তাদের প্রথম ফ্লাইট। পরে ফিরতি ফ্লাইট ওইদিন রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।
সিঙ্গাপুর এয়ারলাইন্স জানায়, বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে যাত্রীদের করোনা নেগেটিভ সনদ লাগবে না। তবে সিঙ্গাপুর পৌঁছার পর সেখানে যাত্রীদের করোনা পরীক্ষা করা হবে। পরে প্রত্যেক যাত্রীকে বিমানবন্দর থেকে সরাসরি ১৪ দিনের জন্য হোটেলে কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হবে। এ জন্য অতিরিক্ত প্রায় দেড় লাখ টাকা খরচ হতে পারে, যা বহন করতে হবে যাত্রীকেই।
বার্তা কক্ষ,১০ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur