‘২০৪১ সালের মধ্যে বাল্যবিবাহ সম্পূর্ণ নির্মূল করা হবে’

২০৪১ সালের মধ্যে বাল্যবিবাহ সম্পূর্ণ নির্মূল করা হবে চাঁদপুরে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক কনফারেন্সে বললেন যুগ্ম-সচিব ডা. মো. আমিনুল ইসলাম

চাঁদপুরে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক কনফারেন্স বৃহস্পতিবার (১৬ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও কর্মসূচি পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে দেশে তুলনা মূলক বাল্য বিবাহ কমিয়ে আনা হবে। ২০৪১ সালের মধ্যে সম্পূর্ণ নির্মূল করা হবে। বাল্য বিবাহ না দিয়ে শিশুদের স্বাভাবিক জীবন আমাদের নিশ্চিত করতে হবে। আমরা চাঁদপুরকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করতে চাই।’

জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল। স্বাগত বক্তব্য রাখেন অর্পির চেয়ারম্যান হুমায়ুন কবির।

অন্যান্যে মাঝে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা।

প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ এএম,  ১৬ জুন  ২০১৬, বৃহস্পতিবার

ডিএইচ

Share