‘২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হবো’

চাঁদপুরে ‘প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে ব্রান্ডিং’ প্রচার বিষয়ক মতবিনিময় সভায় জেলা প্রশাসক আবদুস সবুর মন্ডল

চাঁদপুরে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে ব্রান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রম উপলক্ষে মতবিনিময় সভা বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

প্রধন অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, বর্তমান সরকারের সময়ে বিদুৎ, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক উন্নয়নসহ সকল ক্ষেত্রে আমূল পরির্বতন করেছে। শিক্ষার্থীরা এখন বিনামূল্যে বই পাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ডিজিটাল করার প্রক্রিয়া চলছে। গ্রামে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করায় সেখানে মানুষের বিনামূল্যে চিকিৎসাসেবা পাচ্ছে।

তিনি আরো বলেন, সরকার বিভিন্ন জেলায় ইকোনোমিক জোন প্রতিষ্ঠায় জোর দিচ্ছে। এটা সম্ভব হলে বাংলাদেশে আার বেকার সমস্য থাকবে না। প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগে ব্রান্ডিং করে যে প্রকল্প হাতে নিয়েছেন তা বাস্তবায়ন হলে ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হবো।

চাঁদপুর জেলা তথ্য অফিসার নুরুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, নারী মুক্তিযুদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ।

এসময় বিভিন্ন দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

]আশিক বিন রহিম

:  আপডেট, বাংলাদেশ সময়  ৬:০০ পিএম,  ২৬ মে  ২০১৬, বৃহস্পতিবার

ডিএইচ

Share