দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি বলেছেন, ‘আগামী ২০২১ সালের পর আর কোনো বাংলাদেশি বিদেশে যাবে না। বরং বিদেশের মানুষই বাংলাদেশে আসবে কাজ করতে। আমরা যখন ক্ষমতায় যাই তখন দেশের মানুষের গড় আয় ছিলো ৬২৫ ডলার, আর এখন মানুষের গড় আয় ১৬৪৪ ডলার। আমাদের গড় আয় তিনগুনের বেশি হয়েছে।’
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আনন্দ বাজারে মেঘনা ব্যাংকের ৩৫তম শাখা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘এখন চলছে বিজয়ের মাস, ডিসেম্বর মাস। আজ ৮ নডিসেম্বর। আমার জন্য আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন। কেননা এই বিজয়ের মাসের ৪ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর এই দিনেই আমার নের্তৃত্বে ঢাকা নারায়নগঞ্জকে শত্রুমুক্ত করতে পেরেছি।’
প্রধান অতিথি মেঘনা ব্যাংকের সর্ম্পকে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘এ ব্যাংকটি সবার ব্যাংক। নিজের মনে করে আপনারা এ ব্যাংকে আসবেন, সেবা নিবেন। আপনারা নির্বিঘেœ টাকা নিয়ে যাবেন, লেনদেন করবেন। ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা গ্রাহকদেরকে সেবা দিবেন, সাথে সম্মানও দিবেন। তাহলে আপনাদের ব্যাংকটি দ্রুত এগিয়ে যাবে। সকল শাখার মধ্যে এ শাখাটি ১ নম্বর হিসেবে দেখতে চাই। ’
ত্রাণ মন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন আর গরীব নেই। প্রত্যেকের ঘরে খাবারের চাল আছে। এখন সময় পাল্টে গেছে, কৃষকরা ক্ষেতে খামারে কাজ করে আর কোক খায়। সময় এখন ডিজিটাল। পৃথিবীটা হাতের মুঠোয় চলে এসেছে। এক জায়গায় বসেই সারাদেশে টাকা লেনদেন করা সহজ হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতি থেকে শুরু সকল সেক্টরে দেশে উন্নয়নের জোয়ার বইছে। যা বিগত দিনে কোন সরকারই পারেনি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা সকলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।’
ত্রানমন্ত্রী মতলবের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, ‘মতলবের প্রায় ৮০ ভাগ উন্নয়ন কাজ শেষ হয়েছে। আমি মতলবকে একটি আধুনিক শহরে রুপান্তরিত করতে চাই। ইতোমধ্যে রাস্তা-ঘাট, স্কুল কলেজ, বিদ্যুৎ’সহ সকল কাজগুলো দ্রুত এগিয়ে যাচ্ছে। আমি যতদিন আছি, ততদিন মতলবের উন্নয়ন করে যাবো। আমি শুধু করবো আপনারা শুধু দেখেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিজের শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা করেন।’
মেঘনা ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান জনপ্রশাসন মন্ত্রাণালয়ের সংসদীয় জাতীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান,রংপুর মিঠাপুকুর আসনের চারবারের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেঘনা ব্যাংকের ৩৫তম শাখার উদ্বোধন করেন বক্তব্য রাখেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেঘনা ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন ঢালী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ নুরুল আমিন, ব্যাংকের পরিচালক মিসেস রেহানা আশিকুর রহমান, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আব্দুল আলীম খান সেলিম, পরিচালক এসএম জাহাঙ্গীর আলম মানিক,মতলব উত্তর উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড.রুহুল আমিন প্রমূখ বক্তব্য রাখেন।
করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০৮:০০ এএম, ৯ ডিসেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ