তথ্য প্রযুক্তি

২০২১ সালেই ফাইভ-জি চালু হচ্ছে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশে ২০২১ সালের মধ্যে ফাইভ-জি চালু হতে যাচ্ছে। শনিবার ২৭ ফেব্রুয়ারি রাজধানীর রমনায় আইইবি’র শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আয়োজিত “চতুর্থ শিল্প বিপ্লব : বাংলাদেশ প্রেক্ষাপট” শীর্ষক এক সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “পৃথিবীর অনেক উন্নত দেশ ফাইভ-জি চালুর বিষয়টি চিন্তাও করেনি। কিন্তু বাংলাদেশ ২০২১ সালের মধ্যে ফাইভ-জি চালু করতে যাচ্ছে। এ বছরেই সারা দেশে ফোরজি যাচ্ছে। ২০২৩ সালে আসছে তৃতীয় সাবমেরিন ক্যাবল। ২০২১ সালেই হাওর-বিল-চর পার্বত্য অঞ্চল ক্যাবল বা স্যাটেলাইট সংযোগের আওতায় আসছে।”

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি কেবল চতুর্থ শিল্প বিপ্লবেই সীমিত নয়,ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির মাঝে স্বপ্নের সোনার বাংলা গড়তে যে রূপান্তর ঘটানো দরকার তা নিহিত রয়েছে।

ঢাকা ব্যুরো চীফ , ২৮ ফেব্রুয়ারি ২০২১

Share