শিক্ষাঙ্গন

২০২০ সালে কারিগরির শিক্ষার্থী ২০ % উন্নীত হবে

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ২০০৯ সালে শিক্ষার্থীর মাত্র ১% কারিগরি শিক্ষায় পড়াশোনা করত। বর্তমানে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ১৪% । ২০২০ সালে এর হার ২০ % উন্নীত করা হবে।

শনিবার (৩ জুন ) ঢাকার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ভবনে বাংলাদেশ প্রাইভেট পলিটেকনিক ওনার্স এসোসিয়েশন এর ২য় জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা আমাদের অগ্রাধিকারের। এর প্রসারে সরকার সব ধরনের সহযোগিতা দেয়া হবে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমেই দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব। এ দক্ষ জনশক্তি দেশের উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করবে। দেশের বাইরেও দক্ষ জনবল কাজ করার সুযোগ পাবে।

কারিগরি শিক্ষার বিস্তার ঘটাতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানেরও অনুমোদন দেয়া হয়েছে। বর্তমানে দেশে ৪৬৭টি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও ৭ হাজার ৭৫৩টি ভোকেশনাল স্কুলের অনুমোদন দেয়া হয়েছে। স্টেপ প্রকল্পের মাধ্যমে ১৬২টি বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হচ্ছে।

বিপিপিওএ’র সভাপতি ইঞ্জিনিয়ার মো. শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড.আবদুস সোবহান গোলাপ,কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো.নজরুল ইসলাম বাবু,কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস এবং কারিগরি শিক্ষা বোর্র্ডের চেয়ারম্যান ড.মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। (দৈনিক ইত্তেফাক )

নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ১২ : ২০ পিএম, ৪ জুন ২০১৭, রোববার
এজি

Share