মো. মাহবুব আলম, শাহরাস্তি (চাঁদপুর) :
‘২০১৯ সালের মধ্যে শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলার প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। আমি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার পর তিনি আমাকে এ নিশ্চয়তা দিয়েছেন। ২০২০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। তাই আমাদের বিদ্যুৎ সমস্যা আর থাকবে না। দলমত নির্বিশেষে আমি উন্নয়নকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে আসছি। উন্নয়ন আমার নেশা, শাহরাস্তি হাজীগঞ্জে উন্নয়নকে আমি নেশা হিসেবে বেছে নিয়েছি। এলাকার মানুষের উন্নয়নের জন্য আমি সকলের সহযোগিতা চাই। আমি শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছি, সকল অস্বচ্ছল ছাত্র-ছাত্রীকে বৃত্তির আওতায় এনে উপবৃত্তির ব্যবস্থা করার জন্য। সকল ছাত্র-ছাত্রী যেন উপবৃত্তির টাকা পায়, আমরা সেই ব্যবস্থাই করছি।’
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর আরিফা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, সকাল সাড়ে ১১ টায় টামটা দক্ষিণ ইউনিয়নের শংকরপুর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন, দুপুর সাড়ে ১২ টায় টামটা উত্তর ইউনিয়নের বলশীদ গ্রামে টেলি-কনপারেন্সের মাধ্যমে বিদ্যুতায়নের উদ্বোধন, দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে একটি বাড়ী একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক সদস্য ও ম্যানেজারদের পুরস্কার ও সনদ বিতরণ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ, দুপুর ২ টায় শাহরাস্তি পৌরসভার ৮ নং ওয়ার্ডের নিজমেহার গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
এ সময় অতিথি ও তাঁর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা নির্বাহী কমকর্তা মোঃ সামিউল মাসুদ, উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক হাজী আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগ উপদেষ্টা ও টামটা উত্তর ইউ.পি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির মজুমদার, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ ফখরুদ্দিন, এজিএম নিজাম উদ্দিন মাখন, শাহরাস্তি পৌর আওয়ামী লীগ আহবায়ক মোঃ রেজাউল করিম মিন্টু, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী হাবীব আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খান, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, একটিবাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক মোঃ সোলায়মান, শাহরাস্তি পৌর আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক নূর মোহাম্মদ মোল্লা, মেহের উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম, টামটা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটওয়ারী, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা আবু তাহের, গাজী আহসান উল্লাহ, নূরে আলম মেম্বার, মোঃ রুহুল আমিন, মাস্টার আব্দুল মমিন বিএসসি, যুগ্ম আহবায়ক কাউন্সিলর মুকবুল আহাম্মদ, উপজেলা যুবলীগ আহবায়ক তোফায়েল আহমেদ ইরান, পৌর যুবলীগের আহবায়ক শাহ মোহাম্মদ এনামুল হক কমল, যুবলীগ নেতা ইব্রাহীম খলিল, ছাত্রলীগ নেতা মোঃ মনির হোসেন ও মহিন উদ্দিন প্রমুখ।
আপডেট: বাংলাদেশ সময় : ১০ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, মঙ্গলবার ২৩ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ০৯:০৪ পূর্বাহ্ণ
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।