চাঁদপুর

২০১৬ সালের মধ্যে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে : মানিক

“বর্তমান সরকার ভাবছে তারা আজীবন ক্ষমতায় থাকবে। ক্ষমতায় ছাড়তে হবে না, তাই জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদেরকে মামলা হামলা ও গুম করে ধমিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে। এতে জাতীয়বাদী দলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। দেশের মানুষকে সাথে নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আগামী ২০১৬ সালের মধ্যে সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে।”

সোমবার দুপুরে হাজীগঞ্জ বিএনপির ঈদত্তোর আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি আরো বলেন, “আমি সংগঠনের স্বার্থে এখানে এসেছি। কারো পক্ষে বা বিপক্ষে অবস্থান নেয়ার জন্য নয়। আগামী জাতীয় নির্বাচনে কাকে দলীয় মনোনয়ন দেয়া হবে, সেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঠিক করে দিবেন। আমি সংগঠনের মাধ্যমে সমগ্র জেলার ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের সাথে পরিচিত হয়ে তাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করতে চাই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সাবেক এমপি এম.এ মতিন। হাজীগঞ্জ রজনীগন্ধা মার্কেটের ৩য় তলায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ও উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলহাজ্ব ইমাম হোসেন।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সফিকুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক কাজী গোলাম মোস্তফা, আক্তার হোসেন মাঝি, খলিলুর রহমান গাজী, অ্যাড. হারুনুর রশীদ, ফেরদৌস আলম বাবু, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, যুগ্ম-সম্পাদক সালাউদ্দিন সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহয়াক এড. জাহাঙ্গীর হোসেন খান, সদস্য সচিব হযরত আলী ঢালী, সদর থানা বিএনটির সাংগঠনিক মানিকুর রহমান মানিক, জেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল গাজী বাহার, যুগ্ম-আহবায়ক মাসুদ মাঝি, আবু সায়েম মিয়াজী, চাঁদপুর শহর যুবদলের আহবায়ক আব্দুল কাদের বেপারী, হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মনির হোসেন খান, পৌর বিএনপির আহবায়ক আবুল বাসার, যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবদলের আহবায়ক নাজমুল আলম চৌধুরী, যুগ্ম-আহবায় আকবর হোসেন মৃধা, পৌর যুবদলের আহবায়ক আব্দুল আউয়াল মিয়াজী, যুগ্ম-আহবায়ক বিল্লাল হোসেন মিয়াজী বিএনপি নেতা মনির হোসেন ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা ফাইম খান, ডি.এম শাহজাহান (চাঁদপুর পৌর কাউন্সিলর), যুবদল নেতা দ্বীন মোহাম্মদ জিল্লু, নজরুল ইসলাম, ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম নান্টু, জুলহাস, ইসমাইল হোসেন, রাজীব দাস।

হাজীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা আবু রায়হান সোহেল, জিসান আহম্মেদ সিদ্দিকী ও উপজেলার সকল ইউনিয়ন বিএনপির আহবায়ক যুগ্ম-আহবায়ক, পৌর বিএনপির সকল ওয়ার্ডের আহবায়ক ও যুগ্ম-আহবায়কগণ উপস্থিত ছিলেন।

|| আপডেট: ০৬:৪০ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০১৫, সোমবার,,চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share