হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে তার ভাই এবং জাতীয় পার্টির বর্তমান কো-চেয়ারম্যান জিএম কাদের দলটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে লেখা এক চিঠিতে এরশাদ এ আগাম বার্তা দিয়েছেন।
চিঠিতে জাপা চেয়ারম্যান এরশাদ বলেছেন: ‘‘আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে, আমার অবর্তমানে পার্টির বর্তমান কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। আশা করি, পার্টির জাতীয় কাউন্সিল আমার মতো তাকেও চেয়ারম্যান নির্বাচিত করে পার্টির সার্বিক দায়িত্ব তাকে অর্পণ করবে।
পার্টির চেয়ারম্যান হিসেবে আমি যতদিন দায়িত্ব পালন করবো গোলাম মোহাম্মদ কাদের আমাকে সহযোগিতা করবেন।’’
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur