২০১৫ সালে বিশ্বে ৬৫ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়া বিভিন্ন দেশে ১৮ জন ব্লগার বা সিটিজেন সাংবাদিককে হত্যা করা হয়েছে।
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করে এমন আন্তর্জাতিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।
ব্লগার হত্যার শীর্ষে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া। দেশটিতে এ বছর ১০ জন ব্লগার বা সিটিজেন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হন। সংস্থাটির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে চলতি বছরে চারজন ব্লগারকে খুন করে উগ্রপন্থীরা। এছাড়া পাকিস্তান, সিরিয়া, ব্রাজিল ও তুরস্কে একজন করে ব্লগার খুনের শিকার হন।
সাংবাদিক হত্যায় শীর্ষে রয়েছে ইরাক। দেশটিতে এ বছর ১১ জন সাংবাদিককে হত্যা করা হয়। ফ্রান্সে ৮ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানাচ্ছে সংস্থাটি। ভারতে এ বছর পাঁচজন সাংবাদিক আততায়ীর হাতে নিহত হন।
এছাড়া ২০১৫ সালে গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট ছয়জন নিহত হয়েছেন। ১৫৫ জন সাংবাদিক কারাগারে বন্দী হয়েছেন। ব্লগার বা সিটিজেন সাংবাদিকদের ক্ষেত্রে এ সংখ্যা ১৬৩ জন।
আন্তর্জাতিক নিউজ ডেস্ক || আপডেট: ১১:০৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৫, শনিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur