মাত্র ৩৭ হাজার ৭ শ’ টাকা দিয়ে ফ্রিজ কিনে তার দ্বিগুন হিসেবে ৭৫ হাজার ৪শ’ টাকা ক্যাশভাউচার পেয়েছে চাঁদপুর সরকারি জেনারেরল হাসপাতালের চিকিৎসক পতিœ রুমা আমিন।
এ উপলক্ষে ২৭ নভেম্বর বুধবার ওয়ালটন প্লাজা চাঁদপুর ষোলঘর শাখা আঙিনায় বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
ওই সভায় শীতকালিন অফার ২০০% ক্যাশভাউচার ক্যাম্পেইনের অংশ হিসেবে অতিথিবৃন্দ ভাগ্যবান ক্রেতা রুমা আমিনকে ফুলেল শুভেচ্ছা ও ৭৫ হাজার ৪শ’ টাকা ক্যাশব্যাক অফারটি বুঝিয়ে দেন।
এর আগে রুমা আমিন ওয়ালটন চাঁদপুর ষোলঘর ব্রাঞ্চ থেকে ৩৭ হাজার ৭০০ টাকায় একটি ফ্রিজ কিনেন। শর্তানুযায়ী তার পণ্যের কোড অনুযায়ী এসএমএস পাঠালে ফিরতি বার্তায় ২০০% ক্যাশভাউচার অফারটির সম্পর্কে নিশ্চিত হয় শো-রুম কর্তৃপক্ষ ও রুমা আমিন।
ক্যাশব্যাক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা। তিনি বক্তব্যে বলেন, ‘ওয়াল্টন আসলেই আমাদের পণ্য। এটি আমাদের দেশীয় কোম্পানি যা বিশ্বের একাধিক দেশে ইলেকট্রিক পণ্য রফতানি করে। এটা আমাদের দেশের জন্যে গর্বের। আমাদের বাসা-বাড়িতে অনেকেই এখন ওয়ালটন পণ্য ব্যবহার করে থাকে। সাশ্রয়ী মূল্যে ভালো মানের পণ্যসেবায় প্রতিষ্ঠানটি গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে। যিনি আজ এ ক্যাশভাউচার অফার পেলেন তিনি ভাগ্যবান। আশা করি অন্য ক্রেতারাও এতে অনুপ্রাণিত হবে।’
ষোলঘর ব্রাঞ্জের ম্যানাজার সৈকত সাহা পান্নার সভাপতিত্বে ও দৈনিক আলোকিত চাঁদপুরে প্রকাশক-সম্পাদক জাকির হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দোলা রুবেল, মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান, ওয়ালটন চাঁদপুরের এরিয়া ম্যানেজার নূরে আলম সিদ্দিকী।
তিনি বলেন, ওয়ালটনের একাধিক ইলেকট্রিক পণ্য বিশ্বের ২৪টি দেশে রফতানি করা হয়। এছাড়া বাংলাদেশে ব্যবহৃত ৭৫ ভাগ ফ্রিজ ওয়ালটনের ব্যবহৃত হচ্ছে। অন্যান্য ইলেকট্রিক পণ্যও আমাদের এগিয়ে যাচ্ছে। কাস্টমার সর্বাধিক সুবিধা ও পণ্যের গুনগত মান নিশ্চিতে কাজ করে ওয়ালটন।
এসময় অন্যান্যদের মাঝে চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, দৈনিক আলোকিত চাঁদপুরের বার্তা সম্পাদক মিজান লিটন, চাঁদপুর টাইমসের নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসাইন, ওয়ালটন চাঁদপুর মুক্তিযোদ্ধা সড়ক শো-রুমের ম্যানেজার আজাদ মিয়া, বাবুরহাট শো-রুমের আব্দুর রাজ্জাক, হাজীগঞ্জ শো-রুমের রাজ্জাক আলম, মতলব শো-রুমের আল হেলাল, ওয়ালটন চাঁদপুর সার্ভিস সেন্টারের ম্যানেজার রাকিবুল হাসানসহ ওয়ালটনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৫ এর আওতায় শীতকাীলিন অফার হিসেবে ওয়ালটন ফ্রিজ কিনলেই নিশ্চিত ক্যাশব্যাকসহ থাকছে সর্বোচ্চ ২০০% ক্যাশভাউচার সুবিধা। এছাড়া একই ক্যাম্পেইনে ওয়ালটন এসি ক্রয়ে থাকছে ১২ বছরের জন্যে বিদ্যুৎ বিল ফ্রি সুবিধা।
বার্তা কক্ষ, ২৭ নভেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur