Home / চাঁদপুর / ২০তম বর্ষে পদার্পণ করলো দৈনিক চাঁদপুর খবর
বর্ষে

২০তম বর্ষে পদার্পণ করলো দৈনিক চাঁদপুর খবর

চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত পাঠকপ্রিয় পত্রিকার সফলতার ১৯তম বর্ষ পেরিয়ে ২০তম বর্ষে পা রাখলো দৈনিক চাঁদপুর খবর। বিজয়ের মাসে এ দিনে পত্রিকাটি সফলতার ১৯তম বর্ষ পেরিয়ে ২০তম বর্ষে পদার্পণ করলো। এ বছর জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা এবং বিভিন্ন উপজেলায় সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) চাঁদপুর জেলা শহরে ঘরোয়া পরিবেশে নানা কর্মসূচির মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। এদিন সকাল সাড়ে ৯টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তন (তৃতীয় তলা) পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচীর মধ্যে সকাল সাড়ে ৯টায় শুভেচ্ছা বিনিময়, প্রতিনিধি সম্মেলন, পত্রিকার সকল পর্যায়ের সাংবাদিকদের সংর্বধনা ক্রেস্ট (ছবিযুক্ত ফটোকার্ড) ও নবায়নকৃত আইডি কার্ড বিতরণ করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

জানা গেছে, পাঠকপ্রিয় নিয়মিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকা গত ১৯বছর জেলাবাসীর মন জয় করে এগিয়ে যাচ্ছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্নভাবে পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। এক ঝাঁক উদ্যমী সাংবাদিকদের নিয়ে এগিয়ে যাচ্ছে দৈনিক চাঁদপুর খবর। তথ্যবহুল নিউজ এবং সমাজের নানাবিধ সমস্যা, সাফল্য ও সম্ভাবনা তুলে ধরেছে পত্রিকাটি। পত্রিকাটি নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁদপুরে। কোন দল অথবা গোষ্ঠীর কিংবা কোন ব্যক্তির স্বার্থের কাছে মাথা নত করেনি দৈনিক চাঁদপুর খবর। পূর্বের ন্যায় আগামী দিনেও এই অঙ্গীকারে অবিচল থেকে এগিয়ে যাবে এই পত্রিকাটি। চাঁদপুরের বহু সমস্যার সমাধান হয়েছে এই পত্রিকার নিউজ এর কল্যাণে। দিনরাত পরিশ্রম করে নিরবচ্ছিন্ন প্রকাশনা অব্যাহত রেখে এই পত্রিকাটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। পত্রিকাটির শুরু হতে অদ্যবধি পর্যন্ত কোন ত্রুটি বিচ্যুতি হতে দেননি সম্পাদক।

স্থানীয় প্রশাসন সুধী সমাজ সবসময় পত্রিকাটির সাফল্য কামনা করে নিউজ সরবরাহে সার্বিক সহযোগিতা করে আসছেন। পত্রিকাটি নিয়মিত অনলাইনে সংবাদ আপডেট ও দ্রুত সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদ পৌঁছে দিচ্ছে। জানা গেছে, ২০০৬ সালের ১৩ এপ্রিল চাঁদপুর খবর পত্রিকাটি সাপ্তাহিক হিসেবে আত্নপ্রকাশ হয় এবং ২০১৬ সালের ২৩ ডিসেম্বর চাঁদপুর খবর পত্রিকাটি দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ ঘটে।

উল্লেখ্য , শহীদ শরিফ ওসমান বিন হাদির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর নির্দেশে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কেক কাটা থেকে বিরত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। একই সাথে তাঁদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়েছে।

স্টাফ রিপোর্টার/
২২ ডিসেম্বর ২০২৫