চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক:
ক্রিকেটে মজার মজার ঘটনা প্রায়ই ঘটে। এবার নিউজিল্যান্ড-জিম্বাবুয়ে মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তেমনই এক মজার ও অদ্ভুত ঘটনা ঘটেছে।
রোববার নিউজিল্যান্ড-জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে, নিউজিল্যান্ড ইনিংসের ১৪.২ ওভারে ব্যাটসম্যান সীমানাতে বল পাঠিয়ে তৃতীয় রানের জন্য দৌড়ালেন। সীমানা থেকে মুজারাবানি বল কুড়িয়ে পাঠালেন উইকেট রক্ষকের কাছে, উইকেটরক্ষক চাকাভা রানআউট করার জন্য স্টাম্পে বল ছুড়লেন, বল উইকেটে না লেগে পাশ দিয়ে সীমানা পার হয়ে গেল। ব্যাটসম্যান জর্জ ওরকারের রান বাড়ল ৭ রান! সূত্র : প্রিয়.কম –
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur