১ জানুয়ারি আয়কর রিটার্ন জমা দেয়া যাবে

এবার আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ৩১ ডিসেম্বর। তবে ৩১ ডিসেম্বর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পর দিন ১ জানুয়ারিও আয়কর রিটার্ন দাখিল করা যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআর সদস্য মো.জাহিদ হাছান।

তিনি বলেন,‘ আইন অনুযায়ী করদাতারা ১ জানুয়ারি রিটার্ন দাখিল করার সুযোগ পাবেন।’

সাধারণত ৩০ নভেম্বর আয়কর রিটার্ন জমা দেয়ার শেষ দিন থাকে। কিন্তু গত বছরের মতো এবারও ব্যবসায়ীদের অনুরোধে রিটার্ন জমা দেয়ার সময় আরও এক মাস বাড়ায় এনবিআর। সে হিসেবে আগামি ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেয়ার শেষ সময়।

করোনা মহামারি বিবেচনায় এ বছর আয়কর মেলা না হলেও এনবিআরের আওতাধীন সারা দেশে ৩১টি কর অঞ্চলে মেলার মতো সেবা দেয়া হচ্ছে। প্রতিটি কর অঞ্চলে জোন ভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্যসেবা বুথ রাখা হয়।

প্রসঙ্গত, দেশে বর্তমানে ৮২ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী করদাতা রয়েছে।

৩১ ডিসেম্বর ২০২২
এজি

Share