Home / জাতীয় / ১৮ বছরের রেকর্ড ভাঙলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বঙ্গবন্ধু সেতু
১৮ বছরের রেকর্ড ভাঙলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বঙ্গবন্ধু সেতু

১৮ বছরের রেকর্ড ভাঙলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বঙ্গবন্ধু সেতু

রেকর্ড সৃষ্টি করলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বঙ্গবন্ধু সেতু। গত ২৪ ঘণ্টায় ২ কোটি টাকারও বেশি টোল আদায়ের রেকর্ড গড়লো সেতুটি।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত সেতুর পূর্ব ও পশ্চিমপাড়ের টোল প্লাজা দিয়ে যাত্রীবাহী বাস, গরুবোঝাই ট্রাকসহ ছোট বড় বিভিন্ন ধরনের ২৪ হাজার যানবাহন পারাপার হওয়ায় এ রেকর্ড সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতুর দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে এ তথ্য নিশ্চিত করেন। তিনি দাবি করেন, ১৯৯৮ সালে যান চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকে দীর্ঘ ১৮ বছরে বঙ্গবন্ধু সেতুতে চলাচলরত যানবাহন থেকে ২৪ ঘণ্টায় আদায়কৃত টোলের পরিমাণ এটিই সর্বোচ্চ।


তিনি আরো জানান, ‘শুক্রবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত তিন হাজারেরও বেশি গরুর ট্রাক দুই পাড়ের টোলপ্লাজা অতিক্রম করেছে।’

এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখার ফলে এ অর্জন সম্ভব হয়েছে। পবিত্র ঈদুল আয্হায় ঘরমুখো মানুষের স্বাভাবিক চলাচল আর নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশের প্রায় এক হাজার সদস্য মহাসড়কে কাজ করছেন বলেও জানান তিনি।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১:১০ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ

Leave a Reply