শীর্ষ সংবাদ

চাঁদপুর জেলায় আরো ১৭ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় চাঁদপুর জেলায় আরো ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরের ৪জন, হাইমচরের ৪জন, মতলব উত্তরের ৩জন, ফরিদগঞ্জের ২জন, শাহরাস্তির ২জন, হাজীগঞ্জের ১জন ও কচুয়ার ১জন।

২৫ জুন বৃহস্পতিবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, এ দিন মোট ১৫১টি রিপোর্ট আসে। এর মধ্যে ১৭টি করোনা পজেটিভ। বাকীগুলো নেগেটিভ অথবা পূর্বে আক্রান্তদের।

এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৬৯জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৪৯জন।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৬৬৯জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৬৯জন, শাহরাস্তিতে ৮৭জন, মতলব দক্ষিণে ৭৪জন, হাজীগঞ্জে ৬৮জন, ফরিদগঞ্জে ৬৫জন, হাইমচরে ৪০জন, মতলব উত্তরে ৩৬জন ও কচুয়ায় ৩০জন।

জেলায় মোট ৪৯জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : হাজীগঞ্জে ১৪জন, চাঁদপুর সদরে ১৩জন, ফরিদগঞ্জে ৬জন, কচুয়ায় ৫জন, মতলব উত্তরে ৫জন।

করেসপন্ডেন্ট, ২৫ জুন ২০২০

Share