Home / চাঁদপুর / চাঁদপুরে আরও ১৭ জনের করোনা শনাক্ত : মৃত্যু বেড়ে ১৯
আইসোলেশনে

চাঁদপুরে আরও ১৭ জনের করোনা শনাক্ত : মৃত্যু বেড়ে ১৯

চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুরে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আরও ১৭ জনের শনাক্ত হয়েছে। আজকের ১৭জনসহ জেলায় করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ২৩৬জন। মৃত্যুর সংখ্যা পূর্বে ছিলো ১৮জন। উপসর্গ নিয়ে শহরের ট্রাকরোডে মৃত আবুল খায়ের মিজির রিপোর্ট পজিটিভ। তিনিসহ বর্তমান মৃত্যুর সংখ্যা ১৯জন। রিপোর্ট অপেক্ষমান আছে ৩৮৯জনের। সুস্থ হয়েছে ৪৩জন। আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ১৫জন।

বুধবার (৩ জুন) রাতে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমকে জানানো হয়, আজ ঢাকা থেকে ১২০ জনের করোনা ভাইরাসের রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৭ জন পজিটিভ বাকী ১০৩ জনের রিপোর্ট নেগেটিভ।

চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মো. সাখাওয়াত উল্লাহ জানান, আক্রান্ত ১৭ জনের মধ্যে চাঁদপুর সদরে ৮জন (মৃত ব্যাক্তিসহ), ফরিদগঞ্জে ৩জন, শাহরাস্তি ৩জন, কচুয়ায় ২জন ও হাজীগঞ্জ উপজেলায় ১জন। হাসপাতাল ও বাড়িতে মিলিয়ে চিকিৎসা নিচ্ছেন ১৭৬জন রোগী।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৩৪ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১২৪, ফরিদগঞ্জে ৪১, মতলব উত্তরে ১০, হাজীগঞ্জে ১৫, মতলব দক্ষিণ ১২, কচুয়ায় ১৪, শাহরাস্তিতে ১৫ ও হাইমচরে ৫ জন।

জেলায় মোট ১৯ জন মৃতের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৬ জন, ফরিদগঞ্জে ৪জন, কচুয়ায় ৪ জন, হাজীগঞ্জে ২জন, শাহরাস্তিতে ১জন ও মতলব উত্তরে ২জন।

প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক, ৩ জুন ২০২০