Home / সারাদেশ / ১৭তম শিক্ষক নিবন্ধন সাড়ে ১১ লাখ : পরীক্ষা ১৫ মে

১৭তম শিক্ষক নিবন্ধন সাড়ে ১১ লাখ : পরীক্ষা ১৫ মে

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে ১১ লাখ ৭২ হাজার প্রার্থী আবেদন করেছেন। বুধবার ১২ ফেব্রুয়ারি রাত ১২ টা পর্যন্ত আবেদন করে শনিবার ১৫ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পেরেছেন প্রার্থীরা।

এ পরীক্ষায় অংশ নিতে ১১ লাখ ৭২ হাজারের বেশি প্রার্থী ফি জমা দিয়ে আবেদন নিশ্চয়ন করেছেন। এসব প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিবেন। রোববার ১৬ ফেব্রুয়ারি এনটিআরসিএ সূ্ত্রে এ তথ্য জানান ।

বিষয়টি নিশ্চিত করে এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, শনিবার রাত ১২ টা পর্যন্ত আবেদনকারী প্রার্থীরা ফি জমা দিয়ে আবেদন নিশ্চয়নের সুযোগ পেয়েছেন। আজ রোববার ১৬ ফেব্রুয়ারি সকালে পাওয়া তথ্য অনুযায়ী ১১ লাখ ৭২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। তারা সবাই ফি জমা দিয়ে আবেদন নিশ্চয়ন করেছেন। তারা প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেবেন।

২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেদিন বিকেল ৪টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। এনটিআরসিএর ওয়েবসাইটে (http://ntrca.teletalk.com.bd/) প্রবেশ করে আগ্রহী প্রার্থীরা ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পেরেছেন। আর ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ফি জমা দিয়ে আবেদন নিশ্চয়নের সুযোগ পেয়েছেন।

জানা গেছে, আগামি ১৫ মে শুক্রবার সকাল ৯ টা থেকে ১০ টায় স্কুল ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেদিনেই বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র ওয়েবসাইটে আপলোড করে দেয়া হবে এবং এসএমএস পাঠিয়ে প্রার্থীদের এ বিষয়ে জানানো হবে। প্রবেশপত্রে প্রিলিমিনারি পরীক্ষার ভেন্যু ও তারিখ উল্লেখ থাকবে।

আর, আগামি ৭ ও ৮ আগস্ট ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৭ আগস্ট শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮ আগস্ট শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।

বার্তা কক্ষ , ১৮ ফেব্রুয়ারি, ২০২০