১৬ হাজারের অধিক প্রধান শিক্ষক পদ শূন্য

সোমবার (২৭ জুন) সকালে জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে আ খ ম জাহাঙ্গীর হোসাইনের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তফিজুর রহমান বলেন, ‘বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক পদে ১৬ হাজার ৬ শ’ ৩টি পদ শূন্য রয়েছে।’

মন্ত্রী জানান, বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ ৬০ হাজার ৬ শ’ ৯৫টি। এর মধ্যে সরকারিতে ৩৭ হাজার ৬ শ’৭৭টি এবং জাতীয়করণ হওয়া ২৩ হাজার ১৮টিতে প্রধান শিক্ষকের পদ রয়েছে।

বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে প্রধান শিক্ষক পদে ১৬ হাজার ৬ শ’৩টি পদ শূন্য আছে। যার মধ্যে সরকারিতে ৮ হাজার ৩ শ’৪৮টি এবং জাতীয়করণ হওয়া ৮ হাজার ২ শ’৫৫টি পদ খালি রয়েছে।

তিনি আরও জানান, সহকারী শিক্ষকের পদ ৩ লাখ ১৯ হাজার ৮ শ’ ৫১টি। তার মধ্যে সরকারিতে ২ লাখ ২৮ হাজার ১ শ’৫১টি এবং জাতীয়করণ হওয়া বিদ্যালয়ে ৯১ হাজার ৭ শ’টি পদ রয়েছে। সহকারী শিক্ষকের ৪৪ হাজার ৯৫টি পদ শূন্য আছে। যার মধ্যে সরকারিতে ২৩ হাজার ৬ শ’ ৬৯টি এবং জাতীয়করণ হওয়া ২০ হাজার ৪ শ’২৬টি।

Share