Home / জাতীয় / ১৬ ডিসেম্বর নিয়ে মোদির বার্তার জবাব দেবে ঢাকা
ডিসেম্বর

১৬ ডিসেম্বর নিয়ে মোদির বার্তার জবাব দেবে ঢাকা

১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক্স বার্তার জবাব দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, নরেন্দ্র মোদির টুইটের বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল তার মতো করে একটি জিনিস বলেছেন, আমরা আমাদের মতো করে বলবো।

১৬ ডিসেম্বর এক এক্স বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিনটিকে বিজয় দিবস হিসেবে উল্লেখ করেন এবং ১৯৭১ সালে ভারতের জয় হয়েছে এবং ভারতের যেসব সৈনিক মারা গেছে তাদের প্রশংসা করেন।

অন্যদিকে ১৯ ডিসেম্বর ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মিসর সফর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ডি-৮ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্র এর সদস্য। সম্মেলনের সাইডলাইনে ড. ইউনূসের সঙ্গে অন্যান্য সরকারপ্রধানের দেখা হবে বলেও তিনি জানান।

রোহিঙ্গা ও মিয়ানমার নিয়ে থাইল্যান্ডে একটি অনানুষ্ঠানিক আলোচনায় অংশ নিতে থাই পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ব্যাংকক যাচ্ছেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আমি কী বলবো, সেটি নির্ভর করবে সেখানে কী কথাবার্তা হয় তার ওপর। আমি আগে থেকে কিছু বলতে চাই না এবং সেটি ঠিকও হবে না।

তিনি আরও বলেন, আমাদের মূল বিষয় হচ্ছে যে ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আছে এবং আশ্রয় নিয়েছে, তাদের নিরাপত্তা ও অধিকারের সঙ্গে ফেরত নিতে হবে।

চাঁদপুর টাইমস ডেস্ক/ ১৭ ডিসেম্বর ২০২৪