১৫ আগস্টের ঘটনার আড়ালে রয়ে গেছে নেপথ্যের খলনায়করা

সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেন, জাতির পিতার স্বপ্ন যখন স্বাধীন বাংলাদেশে ক্রমশ: সত্যি হওয়া শুরু হয়েছিল। ঠিক তখনই পাকিস্তানী প্রেত্মারা তা সহ্য করতে না পেরে বঙ্গবন্ধুসহ স্বপরিবারে হত্যার মতো নৃশংস ঘটনায় ঘটনায়। এর পিছনে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র জড়িত। তবে বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্রের বিষয়ে কারা জড়িত এবং এর পিচনের উদ্দেশ্য নিয়ে ক্রমশ: অনেক তথ্য উঠে আসছে। কারা হত্যা পরবর্তী সময়ে লাভবান হয়েছিলেন, কাদের স্বার্থ হাসিল হয়েছিল। প্রকাশ্যে হত্যাকারীরা হত্যার কথা স্বীকার করলেও আড়ালে রয়ে গেছে নেপথ্যের খলনায়করা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগ শোক দিবস উদযাপন কমিটির আয়োজনে আলোচনা সভা ও দোয়া এবং কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে।

চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত সোমবার বিকালে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব বাহার উদ্দিন বাহারের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটওয়ারী, সহসভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: হারুনুর রশিদ সাগর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামীলীগ নেতা খাজে আহমেদ মজুমদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. নাজমুন নাহার অনি।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৬ আগস্ট ২০২২

Share