Home / শিক্ষাঙ্গন / ১৩ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি তালিকা প্রকাশ
১৩ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি তালিকা প্রকাশ

১৩ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি তালিকা প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাস্টার্স ভর্তির মেধা তালিকা ১৩ জুন প্রকাশ এবং ১৬ জুলাই থেকে ক্লাস শুরু হবে।

ভর্তি কার্যক্রমে এল এল বি ১ম পর্ব, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ও এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং কোর্সসমূহের মেধা তালিকা প্রকাশিত হবে।

বৃহস্পতিবার (৮ জুন ) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

ওইদিন বিকেল ৪ টা থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল পাওয়া যাবে। ঝগঝ এর জন্য মেসেজ অপশনে গিয়ে হঁধঃঢ়সৎড়ষষ হড় লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করে ফল জানা যাবে এবং রাত ৯ টায় ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং থেকে জানা যাবে।

অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ১৫ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ১১ :১৫ এএম, ১০ জুন ২০১৭, শনিবার

এজি

Leave a Reply