আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা এই ভালোবাসার প্রমাণ দেবেন: এম এ হান্নান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান ধারাবাহিকভাবে গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) তিনি ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ করেন এবং একাধিক পথসভায় অংশ নেন।

ইউনিয়নের পাটওয়ারী বাজারে আয়োজিত এক পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এম এ হান্নান বলেন, “গত ৩৫ বছর ধরে আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দীর্ঘদিন দলের জন্য কাজ করেছি। দল আমাকে দুইবার মূল্যায়ন করলেও একটি কুচক্রি মহলের কারণে তখন নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাইনি।”

তিনি আরও বলেন, “এবারও আমি সব দিক থেকে এগিয়ে থাকা সত্ত্বেও দলীয় সিদ্ধান্তে মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছি। তবে আপনারা আমাকে ভালোবেসে পাশে দাঁড়িয়েছেন—এটাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি বিশ্বাস করি, আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা এই ভালোবাসার প্রমাণ দেবেন এবং আমার প্রতীক ‘চিংড়ি মার্কা’য় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।”

পথসভায় উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, “আমি নির্বাচিত হলে ফরিদগঞ্জের উন্নয়ন, মানুষের অধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আপসহীনভাবে কাজ করব।”

এ সময় পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন, ফারুক আহমদ খান, পাটওয়ারী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মানিক পাটওয়ারীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার।

প্রতিবেদক: শিমুল হাছান,
৩০ জানুয়ারি ২০২৬