আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বানে চাঁদপুর শহরের ১৪নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল থেকে বাবুর হাট বাজারসহ ১৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং গণভোটের গুরুত্ব সম্পর্কে অবহিত করেন।
কর্মসূচিতে অংশ নেন চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরেন।
এডভোকেট শাহজাহান মিয়া বলেন, “গণভোটের মাধ্যমে জনগণ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সুযোগ পাবে। একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে সচেতনভাবে ভোটকেন্দ্রে গিয়ে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, “শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে জনমত গঠনের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর শহর জামায়াতের সরকারি সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ খান, ১৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ও তরপুরচন্ডী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশী, ওয়ার্ড সেক্রেটারি মাওলানা আব্দুল মাজেদ, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হাই লাভলু, সেক্রেটারি সাইফুদ্দিন সালেহ, শহর শিবিরের অর্থ সম্পাদক রাশেদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে এই গণভোট একটি ঐতিহাসিক সুযোগ।
তারা শান্তিপূর্ণ পরিবেশে গণসংযোগ কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সর্বস্তরের জনগণকে গণভোটে অংশগ্রহণের মাধ্যমে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া,
১৬ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur