করোনা পরিস্থিতিতে একাধিকবার বিড়ম্বনায় পড়া দেশের বই কেন্দ্রিক সবচেয়ে বড় আয়োজন একুশে বইমেলা নির্ধারিত সময়ের দুই দিনে আগেই শেষ হচ্ছে। এ কথা বলছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
এক সংক্ষিপ্ত বার্তায় শনিবার দুপুরে প্রতিমন্ত্রী জানান, ১২ এপ্রিল শেষ হচ্ছে অমর একুশে বইমেলা ২০২১।
১৯৫২ এর ভাষা আন্দোলনের স্মরণে প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী বইমেলা শুরু হলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবার বিলম্ব হয়েছে। সে হিসেবে ১৮ মার্চ শুরু হওয়া মেলা শেষ হওয়ার কথা ছিল ১৪ এপ্রিল তথা পয়লা বৈশাখে। কিন্তু নতুন ঘোষণা অনুযায়ী দুইদিন আগে ১২ এপ্রিল মেলার পর্দা নামছে।
শুধু দেড় মাস পিছিয়ে যাওয়ায় সীমিত ছিল না বিড়ম্বনা। করোনা পরিস্থিতির কারণে মেলার সময়সূচি একপর্যায়ে সাড়ে ৩ ঘণ্টায় নামিয়ে আনা হয়। এর পর ৪ এপ্রিল কঠোর বিধিনিষেধ আরোপ করা হলে বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময়সূচি বেধে দেওয়া হয়।
ঢাকা চীফ ব্যুরো, ১০ এপ্রিল, ২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur