চাঁদপুরের হাজীগঞ্জে একদিনে নতুন করে আরো ৯ জনের করোনা শনাক্ত হয়েছে । এ নিয়ে উপজেলায় মোট ১২৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। ১২ জুলাই রোববার চাঁদপুর- সিভিল সার্জনের অফিস সৃত্রে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচ এম সোয়েব আহমেদ চিশতী এ খবর নিশ্চিত করেন।
জানা যায়, পৌরসভার মধ্য একজন পুরুষ ও তিনজন মহিলাসহ ৪ জন আর বাকি ৪ পুরুষ ও এক মহিলাসহ ৫ জন বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। নতুন আক্রান্তরা হলেন, পৌরসভার ৫নং ওয়ার্ডে ১জন, ৬নং ওয়ার্ডে ২জন, ৮নং ওয়ার্ডে ১জন।
এছাড়া উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নে ১জন, ৪নং কালঁচো দক্ষিণ ইউনিয়নে ১জন ও ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নে ৩ জন।
বয়স বিশ্লেষণে দেখা যায়, ১০ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২০ থেকে ৩০ বছর বয়সী দুই জন, ৩০ থেকে৪০ বছর বয়সী তিন জন, ৪০ থেকে ৫০ বছর বয়সী দুই জন ও ৫০ থেকে ৬০ বছর বয়সী একজন রয়েছেন।
আক্রান্ত সবাই আগে থেকে বাসা বাড়ীতে হোমকোয়ারেন্টে থাকার জন্য বলা হলেও পজেটিভ পাওয়ার পর পরই তাদের স্থানে লকডাউন নিশ্চিত করার চেষ্টা করছেন প্রশাসন।
এ পর্যন্ত আক্রান্ত ১২৮ জনের মধ্যে প্রায় ৭৫ জন সুস্থ্য হয়েছেন বলে জানা গেছে। আর এ পর্যন্ত আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন প্রায় ২০ জন।
প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, ১২ জুলাই ২০২০