চাঁদপুর

১২নং ওয়ার্ডে নৌকা প্রতীকের উঠান বৈঠক

চাঁদপুর পৌর এলাকার ১২নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে উঠান বৈঠক ও গণসংযোগকালে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ্যাড.জিল্লুর রহমান জুয়েল বলেন,আমাকে আওয়ামী লীগ অফিসে বসে কেউ মনোনয়ন দেয়নি। আমাকে মনোনয়ন দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি মেয়র হলে প্রধানমন্ত্রীকে বলতে পারবো আপনার প্রার্থীকে জনগন ভোট দিয়ে বিজয়ী করেছে। সেই সুবাদে জনগনের উন্নয়নে বেশি করে কাজ করতে পারবো। ভোটের দিন আপনারা ভোটকেন্দ্রে যাবেন। আপনারা না গেলে এ ভোটের কোনো মূল্য হবে না।

তিনি বলেন,চাঁদপুর পৌরসভার কাজ হলো রাস্তা, ঘাট, ড্রেনের উন্নয়ন করা। কার ব্যর্থতা তা নিয়ে কথা বলতে চাইনা। আগামী দিনগুলোতে পৌরসভার উন্নয়ন করতে চাই। দায়িত্ব পালনে বয়স লাগেনা। মন থাকতে হবে। আমি নিয়মের মাধ্যমে পৌরসভা চালাবো। কোনো অন্যায়কে আমি ছাড় দিব না। স্থানীয় সরকারের উন্নয়নে আগামী ১০ অক্টোবর ভোট কেন্দ্রে যাবেন, আমাদের বিজয়ী করে পৌরসভায় বসালে আগামী দিনের উন্নয়নে কাজ করবো।

তিনি ২৭ সেপ্টেম্বর ১২নং ওয়ার্ডের আনোয়ার গাজী বাড়ী, এলাহী মসজিদ সংলগ্ন দেওয়ান বাড়ী, আলী রাজা মসজিদের পশ্চিম পাশে ছৈয়াল বাড়ী, মিশন রোড পূর্ব হারুন ভূঁইয়ার বাড়ী, খান সড়ক, খান বাড়ী (বটতলা) (জাফর খান) বাড়ী, মাদ্রাসা রোডের মাদ্রাসা মাঠে, বঙ্গবন্ধু রোড আলী এরশ্বাদ মিজি বাড়ী, উঃ গুনরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, জিটি রোড, মিজি বাড়ীতে উঠোন বৈঠক ও গনসংযোগে অংশ নিয়ে সাধারণ মানুষের বিভিন্ন দাবির কথা শুনেন এবং তা পুরণের আশ্বাসও দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিম, জেলা যুবলীগের সদস্য আব্দুল গনি, ওয়াহিদুর রহমান বাবু, কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান দর্জি, মহিলা কাউন্সিলর প্রার্থী আয়েশা রহমানসহ আরো নেতৃবৃন্দ।

প্রতিবেদক:শরীফুল ইসলাম,২৭ সেপেটম্বর,২০২০

Share