গত একদিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট তিন হাজার ৩৬৫ জনের মৃত্যু হয়েছে। আর ১১ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষা করে গত একদিনে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই হাজার ৬১১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৫ হাজার ১১৩ জনে।
৮ আগস্ট শনিবার দুপুর আড়াইটার দিকে কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় এক হাজার ২০ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ ১ লাখ ৪৬ হাজার ৬০৪ জন।
স্বাস্থ্য বুলেটিনে বরাবরের মতো করোনা থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান অধ্যাপক ডা. নাসিমা।
করোনা মহামারি বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। গেল বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১ কোটি ৯৫ লাখ ৫১ হাজার ৯৫৮ জন। মৃতের সংখ্যা ৭ লাখ ২৪ হাজার ২১০ জন। এক কোটি ২৫ লাখ ৫১ হাজার ১৪০ জন রোগী সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
বার্তা কক্ষ, ৮ আগস্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur