বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে রায়ের জন্য ১১ ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন নির্ধারণী আদেশ দেন।
আদালতে রুলের শুনানি করেন রিটকারীদের আইনজীবী ইশরাত হাসান।
এর আগে, ২০২১ সালের ৪ মার্চ ভুক্তভোগী চারজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এ সংক্রান্ত রিট দায়ের করেন।
রিটে বলা হয়, প্রতারণা ঠেকানো ও পারিবারিক সম্মান রক্ষায় বিয়ে ও তালাকের নিবন্ধন প্রক্রিয়া ডিজিটালাইজ করা জরুরি।
এর পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ২২ মার্চ বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন। রুলে বিয়ে ও তালাকের ঘটনা ডিজিটালভাবে নিবন্ধনের জন্য কেন্দ্রীয় ওয়েবসাইট কেন তৈরি করা হবে না তা জানতে চাওয়া হয়।
আজ সে রুলের চূড়ান্ত শুনানি শেষে রায়ের তারিখ নির্ধারণ করলেন হাইকোর্ট।
২০ নভেম্বর ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur