১০ বছর পূর্তিতে ইউটিউবের সালতামামি (ভিডিও)

বছরের সেরা ভিডিওগুলো নিয়ে ইউটিউবের অফিসিয়াল চ্যানেল প্রকাশ করেছে ইউটিউব রিওয়াইন্ড ভিডিও। ইউটিউব রিওয়াইন্ড ভিডিওটি মূলত ইউটিউবের একটি পুরোনো প্রথা। বছরের সর্বাধিকবার দেখা এবং জনপ্রিয় দশটি ভিডিও নিয়ে এ ভিডিও নির্মাণ করা হয়েছে। তবে এবারের পর্বটি বিশেষ ছিলো ইউটিউবের দশ বছর পূর্তি উপলক্ষে।

২০১০ সাল থেকে এ কাজটি করে আসছে ইউটিউবের অফিসিয়ালরা। ২০১৫ সালের সেরা ভিডিও হিসেবে কোনো চলচ্চিত্র নয়, সংখ্যার আধিক্যে এগিয়ে রয়েছে নানা রকম ফান ও ফিচার ভিডিও। তবে প্রথম স্থানটি দখল করে নিয়েছে লিটল পপ তারকা জাস্টিন বিবারের হোয়াট ডু ইউ মিন গানটি। ছয় মিনিটের এই ভিডিও তৈরিতে কাজ করেছেন প্রায় ১২৯টি ইউটিউব চ্যানেলের কলাকৌশলীরা। ভিডিওটি এখন পর্যন্ত ১৩ মিলিয়ন বার দেখা হয়েছে।

তবে এখন পর্যন্ত সর্বাধিকবার দেখা রিওয়াইন্ড ভিডিওটি হলো ২০১২ সালে প্রকাশিত হওয়া ইউটিউব স্টাইল নামে ভিডিওটি।

একদিনে ১৩ মিলিয়ন ভিউয়ার হওয়ায় কিছুটা আশাবাদী ২০১৫’র নির্মাতারাও।

ভিডিও :

নিউজ ডেস্ক ।। আপডেট : ০৩:৩০ পিএম, ১১ ডিসেম্বর ২০১৫, শুক্রবার

ডিএইচ

Share