কচুয়া

১০ টাকা কেজির চাল গোপনে বিক্রি : কচুয়ায় ব্যাবসায়ী আটক

চাঁদপুরে কচুয়া উপজেলার আমুজান বাজারে সরকারি ১০ টাকা ন্যায্য মূলের চাল ব্যবসায়ীর কাছে গোপনে বিক্রির অভিযোগে বাবুল মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে চালসহ আটক করা হয়।

আটককৃত মুদি ব্যবসায়ী বাবুল মিয়া জানান, ‘তিনি বুধবার সকালে ৫ বস্তা চাল স্থানীয় ডিলার দিদার হোসেন মুন্সির কাছ থেকে ২৪ টাকা কেজি ধরে ক্রয় করেন।’

এ ব্যাপারে কচুয়া থানার ওসি (তদন্ত) মোঃ সামছুল হক চাঁদপুর টাইমসকে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে দোকান থেকে ১০ টাকা ন্যায্য মূল্যের ১শ ৮০ কেজি চালসহ তাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে কচুয়া থানায় ডিলার দিদার হোসেন, আবুল হোসেন ও আটককৃত বাবুলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে। যার নং-১২।’

অপর দিকে ডিলার দিদার হোসেন জানান, ‘এটি আমার বিরুদ্ধে একটি মহলের ষড়যন্ত্র। আমি বাবুলের কাছে চাল বিক্রি করিনা। আমার চাল গোডাউনেই রয়েছে।

কচুয়া করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫৫ পিএম , ১৯ এপ্রিল ২০১৭, বুধবার
ডিএইচ

Share