‘দূর্নীতি করবো না, দূর্নীতি সইবো না, দূর্নীতি মানবো না’ এ স্লোগানে চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি দমন কমিশন (দুদকের) আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) সকালে শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে এইসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
দুদক কচুয়া উপজেলা শাখার সভাপতি ও কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ সোলাইমান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘যে কোন অন্যায় সমর্থন করা বা সহ্য করা এক ধরনের দূর্নীতি। প্রতিটি শিক্ষার্থীকে সততার সাথে শিক্ষা গ্রহনের মাধ্যমে দেশ প্রেমে উদ্বুব্ধ হতে হবে।’
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান, একাডেমীক সুপার ভাইজার আহসানুল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন, ডিজিএম জাহাঙ্গীর আলম, দুদক কচুয়া শাখার সহ-সভাপতি মোঃ ওমর ফারুক মিয়াজী ও সদস্য আলাউদ্দিন সোহাগসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
১৫ অক্টোবর,২০১৮