অন্তত ১০ ঘন্টা পর স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালী রুটে ট্রেন চলাচল। উদ্ধার কাজ শেষে দুপুর পৌণে ২টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সোমবার (৯ মে) ভোর ৪টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় একটি মালবাহি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে চট্টগ্রাম ও নোয়াখালীর সাথে ঢাকা ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়েযায়।
এ ঘটনায় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকুল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে এবং শশিদল স্টেশনে তুর্ণা নিশিতা এক্সপ্রেস আটকা পড়ে।
খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারি ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে।
লাকসাম রেলওয়ে জংশনের সহকারী প্রকৌশলী মোঃ লিয়াকত আলী জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন ভোর চারটার দিকে রাজাপুর রেলস্টেশন এলাকায় পৌঁছলে যান্ত্রিক ত্রুটির কারণে তিনটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুইটি উদ্ধারকারি ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। দুপুর পৌনে ২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল, ৯ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur