ইসলাম

১০৫ বছর বয়সে পায়ে হেঁটে হজ পালন করলেন!

দিনাজপুরের রামসাগরে অবস্থিত বায়তুল আকসা মসজিদের “ইমাম হাজী মোঃ মহিউদ্দীন” তিনি ১৯১৩ সালে জন্মগ্রহন করেন অর্থাৎ বর্তমান বয়স ১০৫ বছর৷

তিনি ১৯৬৮ সালে পায়ে হেঁটে বাংলাদেশ থেকে রওনা দেন৷ ভারত,পাকিস্থান,ইরান,কাতার অতঃপর সৌদি আরব পৌছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ পালন করেন।

মক্কা-মদিনা থেকে তিনি ঈমানকে আরও মজবুত করার লক্ষ্যে অভিশপ্ত ফিরাআউনের লাশ দেখার উদ্দেশ্যে মিশর রওনা দেন৷
অতঃপর আল্লাহর রাস্তার ধুলো পায়ে লাগিয়ে ১৮ মাস পর হেঁটে হেঁটেই নিজ পরিবারে বাংলাদেশে ফিরে আসেন৷ আল্লাহর রহমতে তিনি এখনও জীবিত ও সুস্থ আছেন৷ সবদিক থেকেই তিনি আল্লাহর উপর সন্তুষ্ট আছেন এবং রাসূল মুহাম্মদ(সাঃ) এর উম্মত হতে পারাটা অনেক সৌভাগ্যের বিষয় বলে মন্তব্য করেন৷

ইসলাম ডেস্ক

Share