সাংবাদিক মো. জাকির হোসেনকে আহবায়ক ও মো. সাইফুদ্দিন হোসেন’কে মুখপাত্র করে ‘জুলাই মঞ্চ’ চাঁদপুর জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট কাঠামো ঘোষণা হয়েছে। ২০ জুন শুক্রবার সন্ধ্যায় জুলাই মঞ্চ কেন্দ্রীয় কাঠামোর আহ্বায়ক মো. আরিফ তালুকদার ও মুখপাত্র সাকিব হোসাইন এর স্বাক্ষর এই কাঠামো ঘোষণা করা হয়।
কাঠামোর অন্যান্যরা হলেন- মুখ্য প্রতিনিধি সাগর হোসেন, মুখ্য সমন্বয়ক মো. অরাফ গাজী, মুখ্য সংগঠক নাজির আহমেদ পাপন, লিয়াজোঁ সমন্বয়ক মো. ওয়াহিদুল ইসলাম সাইফ, গণমাধ্যম সমন্বয়ক মুসাদ্দেক আল আকিব, দপ্তর ও নিবন্ধন ব্যবস্থাপক মো.জাহিদ হাসান, অর্থ ব্যবস্থাপক মো. জুবায়ের ইসলাম আসিফ, প্রোগ্রাম ব্যবস্থাপক আশিক আহমেদ, প্রচার ব্যবস্থাপক মো. ইউসুফ, ডকুমেন্টেশন ব্যবস্থাপক মো. জিহাদুল ইসলাম, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপক মো. ইসমাইল তালুকদার, দুর্নীতি প্রতিরোধ প্রতিনিধি জান্নাত আক্তার, শহীদ পরিবার প্রতিনিধি নাসিমা আক্তার, আহত প্রতিনিধি শাহ্পরান, আহত ও শহীদ পরিবার সংযোগ প্রতিনিধি ইয়াসমিন আক্তার ইভা, ধর্ষণ প্রতিরোধ ও নারী নিরাপত্তা প্রতিনিধি মরিয়ম মাহি, মব জাস্টিস প্রতিরোধ প্রতিনিধি ফিরোজ আলম, সন্ত্রাস ও চাঁদাবাজ প্রতিরোধ প্রতিনিধি মোরশেদ আলম মুন্না, গণহত্যার বিচার অগ্রগতি সংক্রান্ত প্রতিনিধি মো. রবিউল আলম, মামলা বাণিজ্য প্রতিরোধ প্রতিনিধি মো. কামরুল ইসলাম, নিয়োগ ও বদলি বাণিজ্য প্রতিরোধ প্রতিনিধি মো. শিহাব মির্জা, তথ্য চিত্র সংরক্ষণ প্রতিনিধি: রিফাত মাহমুদ, খাদ্য দ্রব্যে ভেজাল বিরোধী প্রতিনিধি আফসার আহমেদ রিয়াদ, সিন্ডিকেট নির্মূল বিষয়ক প্রতিনিধি : মো.জুয়েল রানা, গণহত্যাকারীদের চিহ্নিতকরণ প্রতিনিধি মো. তারেক খান, রাষ্ট্রযন্ত্রে ফ্যাসিস্ট দলের সদস্য চিহ্নিতকরণ প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান, ফ্যাসিস্টদের অবৈধ সম্পদ চিহ্নিতকরণ প্রতিনিধি সায়েম আহমেদ, প্রবাসী কল্যাণ প্রতিনিধি রেজাউল আলম রিজভী, ধর্মীয় সম্প্রীতি সুরক্ষা প্রতিনিধি বাহার উদ্দিন মৃধা, দেশীয় সংস্কৃতি সংরক্ষণ প্রতিনিধি মেহেরিমা জাহান রিয়া, পরিবেশ দূষণ প্রতিরোধ প্রতিনিধি মারিয়া আক্তার, সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধ প্রতিনিধি হাবিব আদনান, নির্যাতিত সাংবাদিক প্রতিনিধি আব্দুল আহাদ, সামাজিক নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি নুরুল ইসলাম বিপুল, রাজনীতিতে ফ্যাসিস্টদের অনুপ্রবেশ প্রতিরোধ প্রতিনিধি রাকিব ভূঁইয়া, ছাত্র সংযোগ প্রতিনিধি রিয়াজ রিফাত, যুব সংযোগ প্রতিনিধি শাকিল হোসাইন, শ্রমিক সংযোগ প্রতিনিধি মো. হাসান মেজি, বেকারত্ব নিরসন প্রতিনিধি মোঃ আসসাদ খান, জনসংযোগ প্রতিনিধি সিয়াম পাটোয়ারী, ভূয়া মুক্তিযোদ্ধা চিহ্নিতকরণ প্রতিনিধি সৈয়দ সাকিবুল ইসলাম, প্রতিনিধি সম্পাদক মো. ইসমাইল রায়হান, সম্মানিত প্রতিনিধিবৃন্দরা হলেন
মো. আরিফুল ইসলাম তালুকদার, তামিম খানঁ, মোবারক হোসেন,আজহারুল ইসলাম, আব্দুল হাই লাভলু, মো. নাদিম পাটোয়ারী, মো. আল-আমিন সুমন, নূরনবী, জি এম রাশেদ, সাইফুল ইসলাম গাজী,
মানিক গাজী, মিনহাজ আরফিন ইবু, তুহিন আহমেদ মাইনু, আব্দুল্লাহ সিয়াম, মো. ইয়াকিন খান, মোঃ শামসুদ্দিন খন্দকার (রানা), আরিফুল ইসলাম আরাফত, সাদিয়া আক্তার, তামিমুল গাজী, খলিলুর রহমান, মোঃ জাহিদ পাটোয়ারী, সূচনা আলম, রুবাইয়া মমো, জোসনা মুন্নি,তামিম মাল, রাব্বি মাল, নিলয় ভূঁইয়া, জিহাদ ভূঁইয়া, সাইফুর রহমান, আব্দুল আল রায়হান, মো. সজীব গাজী, মো. কামরুল ইসলাম, রাহাদ,
আসসাদ খান আশ্রাফ, ফাহিম (ফরিদগঞ্জ), মো. রাশেদ গাজী, হাফেজ মাওলানা ইসমাইল, হোসাইন মুহাম্মাদ বায়েজিদ, মুহা. বায়েজিদ, তানভীর শাফি, ওমর ফারুক, জান্নাত আক্তার, নেওয়াজ আহমেদে, রুবিয়া আক্তার, আফসার মাহমুদ মাহি, আখি আক্তার, মিতু আক্তার, কাশ্মীরা কামাল, আম্মার শেখ, ফয়সাল খান, রাইসা ইসলাম, রুবাইয়া আক্তার রুবি, খাদিজা ইসলাম মারিয়া, মো. হিরন খান, খাদিজা আক্তার লিমা, মাসুম তালুকদার, শেখ সাফি।
নিজস্ব প্রতিবেদক, ২১ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur