টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার শোনা যাচ্ছে ১০০ বলের ক্রিকেট অনুষ্ঠানের কথা। এই গুঞ্জনের মধ্যে বাংলাদেশেই এবার ১০০ বলের ক্রিকেট আয়োজনের কথা জানা গেল। সাবেক ক্রিকেটারদের নিয়ে ‘মাস্টার্স ক্রিকেট কার্নিভাল’ এর তৃতীয় আসরটি হবে এই ফরম্যাটে।
মূলত: খেলা হবে ১৬ ওভারের। যার মধ্যে প্রথম ১৫ ওভার হবে স্বাভাবিকভাবেই। আর শেষ ওভারে একজন বোলারই করবেন বাকি ১০ বল।
ওয়ালটন-স্ক্যান সিমেন্ট মাস্টার্স ক্রিকেট কার্নিভ্যালের প্লেয়ার্স ড্রাফটের সময় খেলার এই ফরম্যাটের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘এবার আমরা ১০০ বলের ম্যাচ খেলব। আশা করি, টুর্নামেন্টটা গত দুই বছরের মতো সফল হবে। এটা আমাদের কাছে নতুন একটি আইডিয়া। সফল হলে ভবিষ্যতেও এটা হতে পারে।’
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে এবার অংশ নেবে পাঁচটি দল। কক্সবাজারের দুটি মাঠে আগামী ২ মে শুরু হবে এই প্রতিযোগিতা। বেক্সিমকো ঢাকা মাস্টার্স, সিক্সার্স সিলেট মাস্টার্স, আম্বার চট্টগ্রাম মাস্টার্স, রাজশাহী মাস্টার্স ও খুলনা মাস্টার্সের হয়ে অংশ নেবেন সাবেক ক্রিকেটাররা। লিগ পর্বে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে খেলবে। সেরা দুই দল ৫ মে ফাইনাল খেলবে। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur