বয়স ৯৯ পার হয়েছে। সম্প্রতি ১০০তম জন্মদিনও পালন করেছেন ব্রিটেনের সেনা অফিসার ক্যাপ্টেন চম মুর। কিন্তু করোনাভাইরাসের বিপদের দিনে তিনি নিজেও কিছু করতে চেয়েছিলেন।
তিনি তার ১০০তম জন্মদিনের আগেই ১০০ পা হাঁটার চ্যালেঞ্জ নিয়েছিলেন। সেই চ্যালেঞ্জের মাধ্যমে করোনা তহবিল গড়বেন বলে ঠিক করেছিলেন। টম মুর গত মাসের শুরুর দিকে এই তহবিল গড়ায় উদ্যোগী হন। ‘জাস্ট গিভিং ডট কম’ সাইটের মাধ্যমে এই তহবিলের গড়ার কাজ শুরু হয়। প্রথমে লক্ষ্য ছিল এক হাজার পাউন্ড (এক লাখ ৬৭ হাজার টাকা)।
সেই অর্থ তুলে দেয়া হবে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের হাতে। ক্যাপ্টেন মুরের তহবিল গড়ার উদ্যোগে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনুদান আসতে শুরু করে। মুর প্রতিদিন অন্তত ১০ পা হেঁটে তাঁর ১০০ পদক্ষেপের লক্ষ্য পূরণ করতে চেয়েছিলেন। কিন্তু তাঁর ১০০ পা হাঁটার আগেই এক হাজার পাউন্ড উঠে আসে।
তহবিলের লক্ষ্য পূরণ হয়ে গেলেও তিনিও যেমন ১০০ পা হাঁটার আগে থামেননি, তেমনি তহবিলও এক হাজার পাউন্ডে থেমে থাকেনি।
১০৬ বছরের বৃদ্ধার কাছে হার মানল করোনা : প্রাণঘাতী করোনায় আক্রান্ত ১০৬ বছর বয়সী এক ব্রিটিশ নারী সুস্থ হয়েছেন। বলা হচ্ছে, ব্রিটেনের সবচেয়ে প্রবীণ মানুষ হিসেবে ওই বৃদ্ধা করোনাকে হারিয়ে সুস্থ হওয়ার রেকর্ড করেছেন। তিনি যখন হাসপাতাল ছাড়েন তখন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা তালি দিয়ে তাকে বিদায় জানান।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, করোনাকে হারানো শতবর্ষী ওই নারীর নাম কনি টিটচেন। সেন্ট্রাল লন্ডনের বাসিন্দা ওই বৃদ্ধার দেহে করোনার উপস্থিতি শনাক্ত হওয়ার পর গত তিন সপ্তাহ তিনি সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে তিনি সম্পূর্ণ সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয় সময় বুধবার হাসপাতাল থেকে ছাড়া পান কনি টিটচেন।
বার্তা কক্ষ, ১৭ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur