প্রবাসী

সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেলো প্রবাসীর

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে জোহানেসবার্গের সয়েটোর এলডোরো পার্কে একদল সন্ত্রাসী গুলি করে পালিয়ে গেলে ঘটনাস্থলেই উজ্জলের মৃত্যু হয়।

জানা গেছে, উজ্জল প্রতিদিনের মতো সুপারশপে বেচাকেনা করছিলেন। এ সময় একদল সন্ত্রাসী তার কাছে সিগারেট কিনতে চায়। কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসীরা তাকে গুলি করে মালামাল ও বেশকিছু টাকা নিয়ে পালিয়ে যায়।

নিহতের বাড়ি কুমিল্লার দাউদকান্দি থানায়। গত ৮ মাস আগে এসএসসি পাশ করে জীবিকার সন্ধানে সাউথ আফ্রিকায় পাড়ি জমায়। নিহতের খালাতো ভাইয়ের দোকানে কাজ করতো বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ও ইমারজেন্সি সার্ভিস এসে মরদেহ হাসপাতালে নিয়ে গেছে। মরদেহ কবে নাগাদ দেশে আসবে এখনো জানা যায়নি। এ ঘটনায় দেশটির বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, এলডোরো পার্কের ওই এলাকায় গত একমাসে ৮টি দোকান ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছে দোকানের মালিক কিংবা কর্মচারী।

বার্তা কক্ষ
২৯ ডিসেম্বর,২০১৮

Share