Home / বিনোদন / ‘হয়তো এটাই শেষ দেখা’ আর্মি স্টেডিয়ামে ক্যান্সারে আক্রান্ত সুমন
জয় বাংলা

‘হয়তো এটাই শেষ দেখা’ আর্মি স্টেডিয়ামে ক্যান্সারে আক্রান্ত সুমন

রাজধানীর আর্মি স্টেডিয়ামে ষষ্ঠবারের মতো আয়োজিত হলো জয় বাংলা কনসার্ট। ৭ মার্চ শনিবার দুপুর ১টা থেকে মধ্যরাত পর্যন্ত চলে গানের এই উৎসব। এবারে কনসার্ট মাতিয়েছেন মিনার ও অ্যাভয়েড রাফার একক পরিবেশনার সঙ্গে জনপ্রিয় ৯টি ব্যান্ডদল। লাইন আপে নাম না থাকার পরও এবারের জয় বাংলা কনসার্টের মঞ্চে দেখা গেছে সুমনকে, যিনি ভক্তদের কাছে ‘বেসবাবা সুমন’ নামে পরিচিত।

রাত ১১টার বেশ কিছু সময় পর মঞ্চে ওঠেন ব্যান্ডদল ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস। সে সময় দলটির দলনেতা ফুয়াদ মঞ্চে ডেকে নেন ক্যান্সারে আক্রান্ত বেসবাবা সুমনকে। আমন্ত্রণে লাঠিতে ভর দিয়ে মঞ্চে উঠে আসেন সুমন। তাকে করতালি দিয়ে স্বাগত জানান উপস্থিত হাজারও শ্রোতা-দর্শক। সুমন মঞ্চে উঠে বলেন, ‘সবাই ভালো? আমার শারীরিক অবস্থা ভালো না। লোয়াল স্পাইনে একটা সমস্যা আছে। যেটার অপারেশন করতে অনেকেই রাজি হয়নি।

তারা বলেছে, আমার কোমর থেকে পা পর্যন্ত প্যারালাইসিস হয়ে যাওয়ার ৭০ ভাগ আশঙ্কা আছে। অবশেষে আগামী ১৮ তারিখ আমি অপারেশনটা করতে জার্মান যাচ্ছি। যদি সুস্থ হয়ে ফিরি আবার নিয়মিত স্টেজে দেখা হবে।’

এরপর মঞ্চে ‘মুখটা তুলে আকাশটাতে দেখ আরেকবার’ ও ‘গাইবো না আর কোনো গান তোমায় ছাড়া’ গান পরিবেশন করেন বেসবাবা সুমন। তিনি ফুয়াদকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘১৮ তারিখের আগে আমার অর্থহীনের হয়ে স্টেজে ওঠা সম্ভাব ছিল না। কিন্তু ফুয়াদ যখন আমাকে বললো আমি দুই একটা গান করতে পারবো কি-না, বললাম অবশ্যই। কারণ আমার শেষ স্টেজে ওঠা হয়তো এটাই। যদি আর উঠতে না পারি। সবাইকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন।’

ঢাকা ব্যুরো চীফ,৮ মার্চ ২০২০