বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে আলোচনায় আসেন মডেল-অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। এরপর মাস ছয়েক বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা-বিতর্ক কম হয়নি। তবে মাস দুয়েক হলো নিজেকে পুরোপুরি বদলে নিয়েছেন হ্যাপি।
চলচ্চিত্র কিংবা মিডিয়ায় কাজ না করার ঘোষণা দিয়েছেন অনেক আগেই। নিজের এ সিদ্ধান্তে পুরোপুরি অটল তিনি। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ছবি পর্যন্ত পোস্ট করছেন না।
ফেসবুকের প্রোফাইল ও কাভারে পবিত্র কোরআন শরিফের ছবি দিয়ে রেখেছেন। এমনকি ধর্মীয় দৃষ্টিতে সেলফি দেয়া কতটুকু গোনাহর কাজ সে বিষয়েও স্ট্যাটাস দিয়েছেন। পাশাপাশি নিয়মিত ইসলামিক স্ট্যাটাস দিচ্ছেন।
এদিকে সব সময় বোরকা পরে চলাচল করছেন হ্যাপি। নতুন খবর হলো এখন মাদরাসায় শিক্ষা নিচ্ছেন তিনি। নিয়মিত মাদরাসায় যাচ্ছেন।
সম্প্রতি মাদরাসায় শিক্ষা নেয়া প্রসঙ্গে হ্যাপি ফেসবুকে লিখেছেন, মাদরাসায় এসে অনেক ভালো লাগছে। নতুন পরিবেশ, নতুন সব মানুষ, নতুন জায়গা আলহামদুলিল্লাহ! আমার ঘরটা এখন থেকে ফাঁকাই থাকবে। ভাইটাকে বেশি মিস করবো। তবুও আল্লাহর জন্য কষ্ট করতেই হবে। এখন থেকে আর ফোন ইউজ করতে পারব না। সবার সঙ্গেই যোগাযোগ বন্ধ। আল্লাহর জন্যই ত্যাগের রাস্তায় নেমেছি। সবাই ভালো থাকুন, সবার জন্যই অনেক দোয়া রইলো।
নিউজ ডেস্ক || আপডেট: ১২:২৬ এএম, ০১ জানুয়ারি ২০১৬, শুক্রবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur